বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবজাতককে কোলে নিয়েই বিয়ের পিঁড়িতে বসেছেন নাদিয়া আক্তার নামের এক কনে। গতকাল বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে নবজাতককে কোলে নিয়ে ওই কনের বিয়ে হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গণ্যমান্যব্যক্তি বর্গের উপস্থিতে এ বিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম। নাদিয়া আক্তার ভোলাব ইউনিয়নের চারিতালুক ভুইয়া বাড়ী এলাকার নাঈম ভুঁইয়ার মেয়ে।
কনে পরিবার জানায়, বছর খানেক আগে ভোলাবো এলাকার সালাউদ্দিন ভূঁইয়ার ছেলে মোবারকের সঙ্গে নাঈম মিয়ার মেয়ে নাদিয়া আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মোবারক বিয়ের প্রলোভন দেখিয়ে নাদিয়ার সঙ্গে একাধিকবার দৈহিক মিলন ঘটনায়। এতে করে নাদিয়ার গর্ভে সন্তান চলে আসে।
সন্তান চলে আসার পর থেকেই নাদিয়াকে অস্বীকার করতে শুরু করে মোবারক। গত ৬ দিন আগে নাদিয়া একটি কন্যা শিশুর জন্ম দেয়। সন্তান জন্ম হওয়ার পরই অবস্থা বেগতিক দেখে মোবারক মালেয়শিয়া চলে যায়। স্থানীয়দের বিচারের আশায় ৫ দিন ঘুরেও বিষয়টির উপযুক্ত কোন সমাধান করতে না পেরে নাদিয়ার পরিবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের কাছে এসে নবজাতকের পিতৃ পরিচয় পেতে বিচার দাবি করে। পরে ইউএনও বিষয়টি নিয়ে উভয় পরিবারকে নোটিশ করেন।
গতকাল বিকালে উভয় পরিবারের সম্মতিক্রমে ১০ লক্ষ টাকা কাবিন ও নবজাতকের নামে ২ শতক জমি লিখে দেয়ার চুক্তি সাপেক্ষে প্রবাসী মোবারকের সাথে ভিডিও কলে নাদিয়ার বিয়ে দেন। বিয়ের শাড়ি, কাবিনের ফি ও বিভিন্ন খরচাদি ইউএনও নিজেই বহন করেন। বিষয়টির সুষ্ঠ ও সামাজিকভাবে সমাধান হওয়ায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।