Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযোগ বাক্স স্থাপনের পরামর্শ হাইকোর্টের

স্কুলে যৌন হয়রানি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

 শিক্ষার্থীদের ইভটিজিং (যৌন হয়রানি) রোধে সব স্কুলে ‘অভিযোগ বাক্স’ স্থাপনের পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। অরিত্রি আতœহত্যার ঘটনায় গঠিত কমিটির সুপারিশকৃত নীতিমালার খসড়া উপস্থাপনের পর গতকাল বুধবার বিচারতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ পরামর্শ দেন। আদালত বলেন, স্কুলের শিক্ষার্থীরা কম বয়সী হওয়ায় লজ্জায় অভিভাবক ও শিক্ষকদের কাছে অনেক সময় অভিযোগ করতে চায় না। তাই দেশের সব স্কুলে ইভটিজিং রোধে ‘অভিযোগ বাক্স’ স্থাপন করা প্রয়োজন। তবে এ অভিযোগ বাক্স খোলার দায়িত্ব স্কুল (ম্যানিজিং) কমিটির। কারণ অভিযোগটি কোনো শিক্ষকের বিরুদ্ধেও হতে পারে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী অরিত্রি অধিকারী গতবছর আত্মহত্যা করে। ওই ঘটনায় হাইকোর্টের নির্দেশে কমিটি গঠিত হয়। ওই কমিটির সুপারিশকৃত নীতিমালার খসড়া গতকাল আদালতে উপস্থাপন করা হয়। এ প্রেক্ষিতে আদালত অভিযোগ বাক্স স্থাপনের কথা বলেন। এ সময় সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার)। অরিত্রির পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ