Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি নিহত ৬ জনই ভোলার

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৪ জেলের মধ্যে কক্সবাজার থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ৬ জনই ভোলার। এছাড়াও ২ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে কক্সবাজার পুলিশ। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার সুগন্ধা বিচ এলাকা থেকে একটি ট্রলারসহ এদের উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছে ৬ জেলে। নিহত ৬ জেলের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের অলিউল্লাহ, অজি উল্লাহ ও মাকসুদ এবং মাদ্রাজ এলাকার বাবুল ও কামাল। জীবিত উদ্ধার হওয়া জেলেরা হলেন মনির ও জুয়েল। ট্রলার ডুবিতে এখনো নিখোঁজ জেলেরা হলেন জিদাহ, বাবুল, বেলায়েত, তছির, মোসলেম ও জাহাঙ্গীর।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, অজিউল্ল্যাহ, মিন্টু ও আমির হোসেনের মালিকানাধীন ওই ট্রলারটিতে ১৪ জেলে ছিল। যার মধ্যে ২ জনকে জীবিত উদ্ধার হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছে।
কক্সবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, একটি ট্রলারসহ ৮ জেলেকে উদ্ধার (মৃত ৬, জীবিত ২) করা হয়। তাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ও জিন্নাগড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আহতরাও একই এলাকার। আহতদের সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে। আহত দু’জন ৬ দিন সাগরে ভেসেছিলো। তারা খুবই অভুক্ত-অসুস্থ, ঠিকমত কথা বলতে পারছে না। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ