প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্বামী ও দুই সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করেন অভিনেত্রী রিচি সোলায়মান। তবে মাঝে মধ্যে দেশে আসেন। বিশেষ করে ঈদের আগে তাকে দেশে ফিরতে দেখা যায়। এ সময় তিনি ঈদের নাটকে অভিনয় করেন। এবারও কোরবানি ঈদ সামনে রেখে দেশে ফিরেছেন। ঈদে বেশকিছু নাটক ও টেলিছবিতে দেখা যাবে তাকে। ইতোমধ্যে নাটকের কাজও শুরু করেছেন। পাশাপাশি উপস্থাপনায়ও যুক্ত হয়েছেন। ঈদের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। দীর্ঘদিন পর তাকে উপস্থাপনায় দেখা যাবে। অনুষ্ঠানটির শূটিং হয়েছে এফডিসিতে। রিচি বলেন, নতুন কিছু করতে সবসময়ই ভালো লাগে। অনেকদিন হয় উপস্থাপনায় নেই। ভালো লাগছে আবারও উপস্থাপক হিসেবে কাজ করতে পেরে। উল্লেখ্য, নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান একাধারে বিজ্ঞাপন ও নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে দেড় শতাধিক খন্ড নাটক এবং ৪০টিরও বেশি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।