Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ মিনিটের মধ্যে লাইলি-মজনুর প্রেম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

অমর প্রেমকাহিনী লাইলি-মজনু নিয়ে এবার নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অমর প্রেম। ১৫ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নাট্যনির্মাতা শ্রাবণী ফেরদৌস। স¤প্রতি পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন স¤পন্ন হয়। লাইলি ও মজনুর প্রেমকাহিনীর আদলে ভিন্ন গল্প ভাবনার এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নতুন মুখ লরেন ও জাকির। এর আগে তারা বিজ্ঞাপনে কাজ করলেও অভিনয়ে নতুন। শ্রাবণী ফেরদৌস বলেন, আদর্শ প্রেমের উদাহরণ হিসেবে কোনো কিছু বলতে গেলে প্রথমেই আসে লাইলি-মজনুর নাম। বাঙালি মুসলমানের জীবনে আজ পর্যন্ত যত গল্প-উপাখ্যান শেকড় গেড়ে আছে তার মধ্যে এই লাইলি-মজনুর প্রেমকাহিনী একটি উল্লেখযোগ্য আখ্যান। বিখ্যাত ব্যক্তিদের অমর প্রেমকাহিনীর আদলে এটি নির্মাণ করেছি। এর নির্মাণশৈলী ও গল্প ভাবনা সবকিছুই বড় পর্দার মতো। তবে এখানে তা স্বল্প পরিসরে দেখানো হবে। মানুষের প্রেমের দৈর্ঘ্য হয়তো ৫ ঘণ্টা বা ৫০ বছর থাকতে পারে, কিন্তু একটি যুগল যখন সেই প্রেমের জন্য কিছু ত্যাগ করে তখন তা মহান হয়ে উঠে। সেটি কখনো ১ সেকেন্ডেরও হতে পারে কিংবা ৫ মিনিটেরও হতে পারে। লরেন মেন্ডেস বলেন, আমি এর আগে বেশ কিছু বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেছি কিন্তু কখনও অভিনয় করা হয়নি। কাজের আগে ওয়ার্কশপ করেছি। কাজটা করতে গিয়ে কখনও গিøসারিন ব্যবহার করিনি। অমর প্রেম কাহিনীর গল্পের সাথে চরিত্রে নিজেক এতটাই ধারণ করেছিলাম যে চোখ থেকে এমনিতেই পানি চলে আসে। আশা করছি, দর্শকরা কাজটি উপভোগ করবেন। উল্লেখ্য, ঈদের আগেই অনলাইন প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ