Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ‘সুপার থার্টি’ মুক্তি পাচ্ছে

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

আগামীকাল বলিউডের প্রতীক্ষিত ‘সুপার থার্টি’ মুক্তি পাচ্ছে, একই দিন ‘ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ’, ‘ঝুটা কাহিঁ কা’ এবং ‘পেনাল্টি’ মুক্তি পাবে। গণিতবিদ আনন্দ কুমার এবং তা ‘সুপার থার্টি’ শিক্ষামূলক কার্যক্রম নিয়ে নির্মিত বায়োপিক ‘সুপার থার্টি’ মুক্তি পাচ্ছে ফ্যান্টম ফিল্মস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে। বিকাস বাহলের পরিচালনায় ফিল।মটিতে অভিনয় করেছেন হৃতিক রোশন, ম্রুনাল ঠাকুর, বীরেন্দ্র সাক্সেনা. নন্দিশ সিং, পঙ্কজ ত্রিপাঠি, জনি লিভার, আদিত্য শ্রীবাস্তবা, অমিত সাধ, আলি হাজি এবং কারিশমা শর্মা। সঙ্গীত পরিচালনা করেছেন অতুল গোগাবালে এবং অজয় গোগাবালে। স্পোর্টস ড্রামা ‘পেনাল্টি’ মুক্তি পাচ্ছে রুদ্রাক্ষ ফিল্মস এবং তেনজানাইট পিকচার্সের ব্যানারে। প্রযোজনা করেছেন নীলেশ সাখিয়া, ঋতু শ্রীবাস্তবা এবং আদিত্য শ্রীবাস্তবা। শুভম সিংয়ের পরিচালনায় অভিনয় করেছেন কে কে মেনন, মনজোত সিং, শশাঙ্ক অরোরা, রাঘব ঝিগরান, সৃষ্টি জৈন, মোহিত নয়ন এবং বিনয় শ্রীবাস্তবা। সিদ্ধান্ত মাধব সঙ্গীত পরিচালনা করেছেন। লাভলি ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে অ্যাকশন ফিল্ম ‘ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ’ মুক্তি পাবে। অজয় সিং রাজপুত ফিল্মটি প্রযোজনা করেছেন। মনোজ কে. ঝার পরিচালনায় অভিনয় করেছেন জিমি শেরগিল, মাহি গিল, নন্দিশ সিং, সৌরভ শুকলা, সুপ্রিয়া পিলগাঁওকর, পবন মালহোত্রা, মনোজ পাহভা, যশপাল শর্মা এবং সুধীর পান্ডে। সঙ্গীত পরিচালনায় সাজিদ-ওয়াজিদ। কমেডি ফিল্ম ‘ঝুটা কাহিঁ কা’তে স্মিপ ক্যাংয়ের পরিচালনায় অভিনয় করেছেন নাতাসা স্ট্যানকোভিচ, ঋষি কাপুর, জিমি শেরগিল এবং ওমকার কাপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ