Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভারতের মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে উদ্যোগ নিন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রতি সংখ্যালঘু মুসলমানদের ওপর ধর্মীয় সহিংসতায় আহত-নিহতের ঘটনা ঘটেছে। এসব নির্যাতন ও সহিংস ঘটনার কারণে সেখানকার সংখ্যালঘু মুসলমানদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। মুসলিম নির্যাতনের বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে ভারতের লোকসভার অনেক সদস্য এবং রাজনৈতিক নেতারাও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দফতরও এ বিষয়ে ভারত সরকারকে হুঁশিয়ার করে বিবৃতি দিয়েছে। বাংলাদেশ সরকার এব্যাপারে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি। তিনি বলেন, বাংলাদেশ সরকারকে অবিলম্বে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। ভারত সরকার যদি মুসলমানদের ওপর তাদের নির্যাতনের স্টীমরোলার বন্ধ না করে তাহলে বিশ্বের কোটি মুসলমান ভারতের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হতে বাধ্য হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জরুরী সভায় মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সদস্য সচিব অধ্যাপক মাহবুবুর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ। সভায় আগামী ১১ জুলাই বৃহস্পতিবার বেলা ৩ টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিতব্য গোলটেবিল বৈঠক সফলের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণের সভা অনুষ্ঠিত : এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক সভা সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় গতকাল বিকেলে নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।
জনসেবা আন্দোলন : এদিকে, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি সৈয়দ ফখরুল ইসলাম ও দলের মহাসচিব ইয়ামিন হুসাইন আজমী এক যুক্ত বিবৃতিতে বলেছেন, অবিলম্বে ভারতে মুসলিম নিধন বন্ধ করুন। ভারতে উগ্রবাদিদের বর্বরোচিত হামলার শিকার মুসলিম সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এসকল সংখ্যালঘু নির্যাতন মোদির ইন্ধনেই হচ্ছে।
আমরা ভারতকে হুশিয়ারী জানাচ্ছি, যদি মুসলিম নিধন বন্ধ না হয় তাহলে ওআইসির নেতৃত্বে ভারতের বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ নিতে হবে। নেতৃদ্বয় বলেন, ভারতের নির্বাচনের প্রচারণা মাঠে মোদির উগ্রবাদী বক্তব্যেরই ফসল আজকের মুসলিম নির্যাতন। তারা ভারতে মুসলিম নির্যাতন-নিপীড়ন বন্ধে জাতিসংঘকে বাস্তবমুখী উদ্যোগ নেয়ার জোর দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ