Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে স্ত্রী পলি আক্তারকে (২৮) কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন জামাল হোসেন (৩৫)। গতকাল মঙ্গলবার ভোরে ফতুল্লার পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় মোশারফ হোসেন মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তাদের দুজনের বাড়ি পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ থানার ময়দাশ্রীনগর গ্রামে। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। এলাকাবাসী ও বাড়ির মালিক মোশারফ হোসেন জানান, তালাকপ্রাপ্ত পূর্বের স্বমাীর সাথে যোগাযোগ রাখায় পলির সাথে জামাল হোসেনের প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সকালে এ কারণে আবারো তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়।
এক পর্যায়ে স্ত্রী পলিকে পিটিয়ে ও ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে হত্যার পর বিষ পান করে আত্মহত্যা করে তার স্বামী জামাল হোসেন।
ফতুল্লা মডেল থানার (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনার পর স্বামী-স্ত্রী দুইজনেরই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ