Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ গণফোরামের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

গ্যাস-বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি ও গণবিরোধী বাজেটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু করে হাইকোর্ট মোড় ঘুরে ফের প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়।
ড. কামাল উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হননি। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মেজর জেনারেল (অব.) আমসা আ আমিন, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে ড. রেজা কিবরিয়া বলেন, সরকার বাপেক্স ও পেট্রোবাংলাকে আর্যকর করে রেখেছে । বিশ্ববাজারে গ্যাসের মূল্য কমেছে ৫০ শতাংশ এবং প্রতিবেশী দেশ ভারতে কমেছে ১০১ রুপি। কিন্তু আমাদের দেশে বেড়েছে ৬৫ শতাংশ। এই সরকার অবৈধ সরকার। সরকারের বৈধতা আমরা চ্যালেঞ্জ করছি। গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম যারা বাড়িয়েছে আমাদের পকেট থেকে আট হাজার কোটি টাকা তারা নিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ