Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেঙে গেল আইয়ুব বাচ্চুর এলআরবি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

শেষ পর্যন্ত ভেঙে গেলো আইয়ুব বাচ্চুর গড়া জনপ্রিয় ব্যান্ড এলআরবি। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর থেকেই ব্যান্ডটিতে ভাঙনের সুর ওঠে। ভাঙন ঠেকাতে কণ্ঠশিল্পী বালামকে দলে ভিড়িয়ে নতুন নামে যাত্রার ঘোষণা দেয়া হয়েছিল। কিছুদিন না যেতেই নানা বিতর্কে তা স্থগিত হয়ে যায়। ভেতরে ভেতরে দলটির সদস্যদের মধ্যে নানা মতপার্থক্য তৈরি হতে থাকে। ইতোমধ্যে এলআরবি ছেড়ে দিয়েছেন ব্যান্ডটির ম্যানেজার শামীম এবং লিড গিটারিস্ট মাসুদ। আর লিড গিটারিস্ট মাসুদের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের বেজ গিটারিস্ট স্বপন। তবে দলের প্রতিষ্ঠাকালীন সদস্য স্বপন আর ড্রামার রোমেল এলআরবিতেই থাকছেন। স্বপন বলেন, আপাতত আমরা দুজন এলআরবিতে আছি। আমাদের সঙ্গে কয়েকজন অতিথিশিল্পী আপাতত বাজাচ্ছেন। তাদের মধ্যে বেহালাবাদক সুনীল চন্দ্র দাস অন্যতম। তার সঙ্গে এলআরবি ব্যান্ডের স¤পর্ক অনেক দিনের। সামনে হয়তো আরও অনেকে যুক্ত হবেন। স্বপন বলেন, সঙ্গীতশিল্পী পার্থ বড়–য়া বর্তমানে এলআরবি ব্যান্ডের মেন্টরের ভুমিকা পালন করছেন। কারণ পার্থ বড়–য়ার সাথে আইয়ুব বাচ্চুর খুবই ঘনিষ্ঠ স¤পর্ক ছিল। তার সঙ্গে কথা বলেই এগোচ্ছেন ব্যান্ড এলআরবির দুই সদস্য। স্বপন জানান, শিগগিরই একজন অতিথি ভোকাল নেবেন তারা। আর মূল ভোকাল নেওয়ার জন্য ভোকাল হান্ট করা হবে। ভোকাল খোঁজার সেই প্রক্রিয়ায় আগ্রহী সবাই অংশ নিতে পারবেন। এলআরবি ছেড়ে দিলেও ব্যান্ডটির দীর্ঘ সময়ের ম্যানেজার শামীম এলআরবির জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, আমি মনেপ্রাণে চাই এলআরবি ব্যান্ড যেন বন্ধ না হয়ে যায়। আমি ব্যান্ডে নেই তো কি হয়েছে। আমার জন্য তো আর ব্যান্ড থেমে থাকতে পারে না। যারা আছেন তাদের জন্য শুভকামনা। আমি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আমার কাজটা করে যাব। তবে নতুন কোনো ব্যান্ডে যোগ দেয়ার আর ইচ্ছা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ