Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

চাটমোহর পৌর সড়কের করুণ হাল

পৌরবাসীর চরম দুর্ভোগ

চাটমোহর (পাবনা) থেকে মো. আফতাব হোসেন | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

পাবনার চাটমোহর পৌরসভার সড়কগুলিতে জনদুর্ভোগ চরমে। প্রথম শ্রেণীর পৌরসভা চাটমোহর। কিন্তু নাগরিক সুবিধা প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে। এই পৌরসভার যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে নাগরিকরা সকল প্রকার সুবিধা থেকেই বঞ্চিত। এই পৌরসভার অভ্যন্তরীণ সড়কের করুণ হাল হয়ে পড়েছে। সড়কগুলো দীর্ঘদিন ধরে বেহাল হওয়ায় যানবাহন ও জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। সরেজমিনে দেখা গেছে, চাটমোহর পৌরসভার প্রধান সড়কটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর থেকে থানা মোড় হয়ে দোলং পর্যন্ত সড়কটি হাজারো খারাখন্দকে ভরপুর। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। যানবাহন চলা তো দূরে থাক, পায়ে হেঁটে চলতেই কষ্টভোগ করতে হয়। চাটমোহর থানা মোড় হতে উপজেলা পরিষদ এলাকা হয়ে নতুন বাজার হাইস্কুল মোড় পর্যন্ত সড়কেরও একই হাল। এই সড়ক ভেঙ্গে চুরে একাকার। সামান্য বৃষ্টিতেই পানি জমে একাকার হয়ে যায়। এছাড়া বিভিন্ন মহল্লার সড়কগুলো চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সড়কগুলো সংস্কার না করায় তা চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। বেড়েছে জনদুর্ভোগ। অটোভ্যান চালক আফ্রাতপাড়া গ্রামের বজলুর রহমান, ছোট শালিখার মহরম হোসেন, কুমারগাড়ার মানিক, সোনাহারপাড়ার আকতারসহ অন্যরা ক্ষোভ প্রকাশ করে জানান, পৌরসভা থেকে প্রতিটি গাড়ি থেকে চাঁদা আদায় করা হচ্ছে। অখচ সড়কগুলো মেরামত করার নাম গন্ধ নেই। এই পৌরসভায় গাড়ি চালানোই মুশকিল। নতুন বাজার হতে শাহী মসজিদ, শাহী মনজিদ হতে আফ্রাতপাড়া, জিরো পয়েন্ট হয়ে থানা বাজার, থানা মোড় হতে বাসস্ট্যান্ড হয়ে পল্লী বিদ্যুৎ সমিতি, বাসস্ট্যান্ড হতে মহিলা কলেজ হয়ে ভাদুনগরে-সকল সড়কেরই বেহাল দশা। মালামাল পরিবহন ও চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। এসব রাস্তা দ্রুত সংস্কারের দাবি পৌরবাসীর। কিন্তু কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না। 

পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেন, দ্রুতই রাস্তাগুলোর সংস্কার ও মেরামতের কাজ করা হবে। ইতোমধ্যে কিছু রাস্তা সংস্কার ও মেরামত করার জন্য টেন্ডার দেয়া হয়েছে। কিছু রাস্তার কাজ শুরু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ