রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনীতে ২০১৯ সালে হজে গমনেচ্ছু যাত্রীদের হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফেনী শহরের লতিফ টাওয়ারস্থ টাইমপাচ কনফারেন্স হলে হামজা এয়ার ইন্টারন্যাশনাল হজ এজেন্সীর উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে ফেনীর ৬ উপজেলার প্রায় ৫শ’ নারী-পুরুষ হজযাত্রী প্রশিক্ষণ গ্রহণ করেন। হামজা এয়ার ইন্টান্যাশনাল হজ এজেন্সীর উপদেষ্টা ও ফেনী সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা এয়াকুব ফারুকীর সভাপতিত্বে হজের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হামজা এয়ার ইন্টান্যাশনাল হজ এজেন্সীর চেয়ারম্যান ড. শহীদ উল্ল্যাহ খান, ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক, ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফারুক আহাম্মদ, শর্শদি মিল্লিয়া মাদরাসার সুপার মাওলানা বোরহান উদ্দিন ফারুকী, গোবিন্দপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছিদ্দিক উল্লাহ, সদর উপজেলা জমিয়াতের সেক্রেটারি মাওলানা আবদুল লতিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের সদস্য আবুল কালাম আযাদ, জেলা রেজিস্টার কার্যালয়ের প্রধান সহকারী মো. জাফর উল্ল্যাহ, ফাজিলপুর ওয়ালিয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মেজবাহ উদ্দিন, ছনুয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন, আমিরাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান, ফালাহিয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, ফাজিলপুর মজিবিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মেছবাহ উদ্দিন প্রমুখ। দিনব্যাপী হজের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা হোসাইন ইমাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।