Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে ভাতা আত্মসাতে চেয়ারম্যান বরখাস্ত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি মেম্বারের ভাতার টাকা আত্মসাধের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করেছে স্থানিয় সরকার মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার ঘটনার সত্যতা স্বীকার করেছে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

জানা যায়, উপজেলার ১৪ নং আলকরা ইউনিয়নের ৩ নং ওয়াডের মেম্বার দেলোয়ার হোসেন ২১ মাস ধরে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ও ৭নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন ১৮ মাস ধরে বিদেশে অবস্থান করার সময় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল মেম্বারদের স্বাক্ষর জাল করে ভাতা উত্তোলন করে নেন। পরবর্তীতে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজ আবেদীন বিষয়টি টের পেয়ে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলে নোটিশের উত্তর সন্তোষজনক না হওয়ায় তিনি বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করার পরিপেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি শাখা ৭ জুলাই গত রবিবার এক পরিপত্রের মাধ্যমে চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে বরখাস্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ