রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে স্টেডিয়াম পাড়ার বিশিষ্ট সমাজ সেবক আ. রব ঢালী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় নিজ বাস ভবনের তিন তলায় পানির ট্যাংকি পরিস্কার করার সময় নিচে পড়ে নিহত হন। তিনি শালিখা উপজেলার কাতলী গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য। মাগুরাসহ তার গ্রামে বেশ কয়েকটি মাদরাসা ও স্কুল প্রতিষ্ঠা করেছেন। গতকাল মঙ্গলবার বাদ আসর তার নিজ গ্রামে এবং বাদ মাগরিব মাগুনা স্টেডিয়ামে তার নামাজে জানাজা শেষে মাগুরা পৌর করবস্থানে তাকে দাফন করা হয়। অপরদিকে মাগুরা শহরের লাবনী স্টিল কর্নারে কাজ করতে যেয়ে একই সময়ে তিনতলার ছাদ থেকে পড়ে নিহত হয় আকাশ নামের এক শ্রমিক। তার বাড়ি মাগুরার বরুনাতৈল গ্রামে। সে তিন তলায় জানালার কাছ লাগাতে গেলে পড়ে গেলে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।