Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ডায়রিয়ার ভয়াবহতা কমে আসছে

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ৫:২৭ পিএম

পাবনায় খিচুড়ি খেয়ে ডায়রিয়ার ভয়াবহতা সার্বিক প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে আর কেউ আক্রান্ত হননি বলে জানিয়েছেন, পাবনার সিভিল সার্জন মেহেদী হাসান । তিনি বলেন দোগাছি ইউনিয়নের বলরারপুর অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প এবং পাবনা জেনারেল হাসপাতাল মিলিয়ে মৃত্যু বার্ষিকীর তোবারক হিসেবে খিচুড়ি খেয়ে খাদ্য বিষ ক্রিয়া, ডায়রিয়ায় ২১০ জন আক্রান্ত হন। এদের মধ্যে গত রবিবার হাসপাতালে আনার পথে সুখী আক্তার নামের এক ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃত্যু হয়। সিভিল সার্জন আরও জানান, তাঁর হিসেব অনুযায়ী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৫৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বলরামপুরের রোগী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এদরে মধ্যে একজনকে ঢাকায় স্থান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার ৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। নতুন করে আর ডায়রিয়া রোগ বৃদ্ধি পায়নি। আক্রান্ত এলাকায় ঢাকা থেকে আসা আইইডিসিআর টিম কাজ করছেন। তারা নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টেরে জন্য ঢাকায় পাঠিয়েছেন। এই রিপোর্ট পাওয়া গেলে বলরামপুরে তোবারকের খিচুড়িতে কি ধরণের বিষক্রিয়া ঘটেছিল সেটি নিশ্চিত হওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ