প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথমবারের মতো মডেল হলেন মুভি লর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজ। সামাজিক সচেতনতামূলক একটি বিজ্ঞাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখা যাচ্ছে। ভিডিওটি আরএফএল-এর সৌজন্যে প্রচার হচ্ছে। ইতোমধ্যে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনেকে এটি শেয়ার করছেন। ভিডিওতে ডিপজলকে তার চিরায়ত ঢংয়ে উপস্থাপন করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছে উল্টো পথে গাড়ি চালানোকে কেন্দ্র করে। ভিডিওটির শিরোনাম দেশ আমার দোষ আমার। উল্টোপথে গাড়ি চালাতে দেখে এক চালককে উদ্দেশ্য করে ডিপজল তার প্রথাগত ঢংয়ে বলেন, ‘কী ভাতিজা, নবাব হইছো, রং সাইডে গাড়ি চালাও রাস্তা চেনো না। ফিডার খাও? তার মুখের এ সংলাপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অবশ্য ডিপজল অভিনীত তার অনেক সিনেমার সংলাপ অনেক আগেই দর্শকদের মুখে মুখে ফিরেছে। এখনও এসব সংলাপ জনপ্রিয়। নতুন করে তার এই সংলাপ নতুন মাত্রা যুক্ত করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।