Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অঞ্জন দত্তের নাটকের মঞ্চায়ন হচ্ছে না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

উচ্চমূল্যের টিকিটের কারণে কলকাতার সঙ্গীতশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের নাটক মঞ্চায়ন না করার জন্য নির্দেশ দিয়েছে শিল্পকলা কর্তৃপক্ষ। শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগ এ নির্দেশ দিয়েছে। ফলে আজ জাতীয় নাট্যশালায় অঞ্জন দত্তের নাটক মঞ্চায়ণ হচ্ছে না। অঞ্জন দত্তের নির্দেশিত এবং অভিনীত সেলসম্যানের সংসার নাটকের টিকিটের মূল্য ১৫০০, ২০০০ ও ৩০০০ টাকা ধার্য করা হয়েছিল। টিকেটের দাম অতিরিক্ত হওয়ায় শিল্পকলা এ নির্দেশ দিয়েছে। শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, শিল্পকলায় এত মূল্যের টিকিট বিক্রি করে বাণিজ্যিক কোনো নাটক মঞ্চস্থ করলে নাট্যাঙ্গনে নেতিবাচক প্রভাব পড়বে। তাই শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগ হল বরাদ্দ পাওয়া নাটকটির প্রদর্শনী না করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি জানান, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউর (এনবিআর) নিয়ম অনুযায়ী, শিল্পকলায় বিদেশি কোনো দলের অনুষ্ঠানের জন্য টিকিটের মূল্য ৯৯ টাকার বেশি হলে ১৫ শতাংশ কর দিতে হবে। অর্থাৎ এক লাখ টাকার টিকিট বিক্রি হলে পনের হাজার টাকা এনবিআর-কে দিতে হবে। উল্লেখ্য, সেলসম্যানের সংসার অঞ্জন দত্ত প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত আর্থার মিলারের লেখা থেকে নাটকটির রচনা, নাট্যরূপ, নির্দেশনা দিয়েছেন তিনি নিজে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ