Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরিচালনা থেকে অবসর নেবেন কুয়েন্টিন ট্যারান্টিনো?

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

কুয়েন্টিন ট্যারান্টিনো জানিয়েছেন ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ তার চলচ্চিত্র নির্মাণ ক্যারিয়ারের যবনিকা হতে পারে। ট্যারান্টিনো বেশ আগে থেকেই পরিচালনা থেকে তার অবসর নেয়া নিয়ে বরাবর অকপট। তিনি এক সময় বলেছিলেন তিনি ১০টির বেশি চলচ্চিত্র পরিচালনা করবেন না। ‘রিজারভয়ার ডগস’, ‘পাল্প ফিকশন’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’, ‘জ্যাঙ্গো আনচেইন্ড’ এবং ‘হেইটফুল এইট’-এর মত ক্লাসিক চলচ্চিত্রের পর ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ তার পরিচালনায় নবম চলচ্চিত্র; এতে অভিনয় করেছেন লিওনার্ডো ডিক্যাপরিয়ো, ব্র্যাড পিট এবং মারগট রবি। তিনি জিকিউ অস্ট্রেলিয়াকে এক সাক্ষাতকারে বলেছেন, এই চলচ্চিত্রটি যদি বাণিজ্যিক সাফল্য লাভ করে এবং প্রশংসিত হয় তাহলে তিনি পরিচালনা থেকে বিদায় নিতে পারেন। “চলচ্চিত্রের কথা এলে আমি বলতে পারি, রাস্তার শেষ প্রান্তে আছি। আমি ফিল্ম নিয়ে বই লিখব, থিয়েটারের জন্য লিখব, সুতরাং আমি সৃজনশীলতায় থাকব। আমার মনে হয় চলচ্চিত্রের জন্য আমার যা দেবার তা দিয়ে ফেলেছি,” ৫৬ বছর বয়সী অভিনেতা-পরিচালক বলেন। “এটি সাফল্য পেলে আমি হয়তো দশমে যাব না। হয়তো আমি এখানেই থেমে যাব। এগিয়ে থাকা অবস্থায়ই আমি থামব। দেখা যাক,” তিনি আরও বলেন। ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ ২৬ জুলাই মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ