রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আষাঢ়ের শেষ মুর্হূত্বে গত ৩ দিন ধরে চন্দনাইশে চলছে ভারী বর্ষণ। এতে কৃষকেরা আউশ ধান রোপনে ব্যস্ত হয়ে পড়েছেন। এ বর্ষনে কৃষকদের মনে আনন্দের সাড়া জেগেছে। বর্ষার প্রথম দিকে দু’এক দিন বৃষ্টি হলেও পরবর্তিতে আর বৃষ্টির দেখা মেলেনি। গত শনিবার থেকে কখনো পিন পিন, গুড়ি গুড়ি কখনো কখনো মাঝারি ও ভারী বৃষ্টি চলছে। গতকাল সোমবারও সারাদিন একই নিয়মে বৃষ্টি অব্যাহত রয়েছে। আষাঢ়ের শেষে এ বৃষ্টি কে আউশ ধান বুনার কাজে লাগিয়ে চলছে কৃষক/কৃষানীরা।
কেউ জমি চাষ দিচ্ছে কেউ বা আউশে চারা তুলছে কেউ তৈরি জমিতে আউশ রোপন করছেন। এ বৃষ্টি আবার বেশি দিন থাকলে এবং পাহাড়ি ঢলের পানি নামলে আউশের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা রয়েছে বলে কৃষকরা জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কখনো পিন পিন, কখনো গুড়ি গুড়ি আবার কখনো মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।