Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চন্দনাইশে টানা বৃষ্টি : কৃষক আউশ রোপণে ব্যস্ত

চন্দনাইশ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

আষাঢ়ের শেষ মুর্হূত্বে গত ৩ দিন ধরে চন্দনাইশে চলছে ভারী বর্ষণ। এতে কৃষকেরা আউশ ধান রোপনে ব্যস্ত হয়ে পড়েছেন। এ বর্ষনে কৃষকদের মনে আনন্দের সাড়া জেগেছে। বর্ষার প্রথম দিকে দু’এক দিন বৃষ্টি হলেও পরবর্তিতে আর বৃষ্টির দেখা মেলেনি। গত শনিবার থেকে কখনো পিন পিন, গুড়ি গুড়ি কখনো কখনো মাঝারি ও ভারী বৃষ্টি চলছে। গতকাল সোমবারও সারাদিন একই নিয়মে বৃষ্টি অব্যাহত রয়েছে। আষাঢ়ের শেষে এ বৃষ্টি কে আউশ ধান বুনার কাজে লাগিয়ে চলছে কৃষক/কৃষানীরা।

কেউ জমি চাষ দিচ্ছে কেউ বা আউশে চারা তুলছে কেউ তৈরি জমিতে আউশ রোপন করছেন। এ বৃষ্টি আবার বেশি দিন থাকলে এবং পাহাড়ি ঢলের পানি নামলে আউশের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা রয়েছে বলে কৃষকরা জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কখনো পিন পিন, কখনো গুড়ি গুড়ি আবার কখনো মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ