Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে ভ্যানচালক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মহেন্দ্রপুর এলাকার ভ্যানচালক রহিম শেখ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে তার স্বজন ও এলাকাবাসী।

গতকাল সোমবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে ওই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এ সময় নিহতভ্যান চালক রহিম শেখের বাবা কেসমত শেখ, মা সামিরন নেছা, ভাই রফিক শেখও আব্দুল কুদ্দস বক্তৃতা করেন।

বক্তারা এ সময় বলেন, এই হত্যাকান্ডটি ঘটেছে ১৮ জুন দিবাগত রাতে। পরের দিন ১৯ জুন বাড়ির অদুরে একটি বিলের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ রহিমের স্ত্রী সুফিয়া ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে এই হত্যান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

পরে প্রেস ক্লাবের সামনে থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় এই কান্ডের সাথে জরিতদের বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহন করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আশেক হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ