Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টের আদেশ

বিচারকের নামের আগে ‘ডক্টর’ ‘ব্যারিস্টার’ পদবি নয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

অধস্তন আদালতের বিচারবিভাগীয় কর্মকর্তাগণ (বিচারক) নামের আগে কোনো পদবি ব্যবহার করতে পারবেন না। গতকাল রোববার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ নিষেধাজ্ঞা আরোপ করেন। কোনো কোনো বিচারক তাদের নামের আগে ‘ব্যারিস্টার’ কিংবা ‘ডক্টর’ পদবি ব্যবহার করছেন। বিষয়টি আদালতের দৃষ্টিত্বে এলে উপরোক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এক মামলায় বাদীপক্ষের কৌঁসুলি আকরামউদ্দিন হাইকোর্টের উপরোক্ত একটি ডিভিশন বেঞ্চে একটি আবেদন নিয়ে যান। আবেদনটি শুনানির সময় বিচারিক আদালতের একটি রায়ে ‘ব্যারিস্টার’ এবং ‘ডক্টর’ উপাধি উল্লেখ থাকার বিষযটি হাইকোর্ট বেঞ্চের দৃষ্টিতে পড়ে। ওই আদেশটি ছিলো ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর দেয়া।

আদালত তখন বলেন, নিম্ন আদালতের কোনও বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনও পদবি লিখতে পারবেন না।
এ আদেশের সময় সহকারী এটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ