Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ছয় নম্বর ভবনের সাত ও আটতলার মাঝামাঝি একটি সিঁড়ি কক্ষের বৈদ্যুতিক বোর্ডে অগ্নিকান্ড ঘটেছে।

গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ২১তলা ভবনের সাত তলায় সিঁড়ির কাছে একটি কক্ষে বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে অগ্নিকান্ডের স‚ত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কর্ম দিবসের শেষভাগে আগুন লাগার খবরে বহুতল এ ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে ছয়টি লিফট বন্ধ রাখা হলে অনেকেই সিঁড়ি বেয়ে নিচে নেমে যান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্সের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, পরিত্যক্ত কাগজপত্রে আগুন লেগেছিল। আগুনে কিছু পুরাতন কাগজপত্র পুড়েছে। তবে আগুনের কারণ তদন্ত করে দেখতে হবে। অগ্নিকান্ডের পর সচিবালয় ভবন থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন কর্মকর্তা ও কর্মচারীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সচিবালয়ের এ ভবনে ১২তলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও শিক্ষা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মৎস্য ও প্রাণিসম্পদ, বস্ত্র ও পাট, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু, সমাজকল্যাণসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় বিভাগের দফতর রয়েছে।

সপ্তম তলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিঁড়ির কাছের কক্ষে আগুন লাগার পর ধোঁয়া বের হতে দেখে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সচিবালয়সহ ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, এর আগে এ ভবনে অগ্নি মহড়ায় সিঁড়ির কাছের পরিত্যাক্ত কাগজপত্র ও পুরোনো আসবাবপত্র সরিয়ে নিতে বলা হলেও তা করা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ