Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াসার ব্যাখ্যা চান হাইকোর্ট

জীবাণু ও মলের অস্তিত্ব পানিতে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম | আপডেট : ১২:২৪ এএম, ৮ জুলাই, ২০১৯

পানিতে কেন ক্ষতিকর ব্যাক্টেরিয়া, অ্যামোনিয়া এবং মলের অস্তিত্ব পাওয়া গেছে এ বিষয়ে ঢাকা ওয়াসার ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ এ ব্যাখ্যা তলব করেন। আগামি ২৪ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা এফিডেভিট করে প্রতিবেদন আকারে দাখিল করতে হবে। ওইদিনই বিষয়টির ওপর পরবর্তী শুনানির তারিখ।

এর আগে গত ৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি ওয়াসার পানির নমুনা আদালতে জমা দেয়। ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের চারটি এবং সায়েদাবাদ ও চাঁদনি ঘাট এলাকা থেকে সংগৃহীত পানির ৮টি নমুনাতে ব্যাকটেরিয়া, অ্যামোনিয়া ও মানব মলের (বিষ্ঠা) অস্তিত্ব রয়েছে মর্মে প্রতিবেদন জমা দেয়া হয় আদালতে। গত ২১ মে এক আদেশে ঢাকা ওয়াসার পানির উৎস, ১০টি বিতরণ জোন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ১০টি ঝুঁকিপূর্ণ স্থান এবং দৈবচয়নের ভিত্তিতে ১০টি স্থান থেকে নমুনা সংগ্রহের নির্দেশ দেন হাইকোর্ট। ৩৪টি স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করে তা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে পরীক্ষা করা হয়। এ পরীক্ষাতে মেলে ব্যাকটেরিয়া, উচ্চমাত্রার অ্যামোনিয়া ও মলের অস্তিত্ব।

গত বছর ৬ নভেম্বর হাইকোর্টের নির্দেশে ঢাকা ওয়াসার পানি পরীক্ষার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়, বুয়েট, ঢাবি এবং আইসিডিডিআরবি’র প্রতিনিধির সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—আইসিডিডিআর,বি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী মনিরুল আলম, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ বি এম বদরুজ্জামান ও ঢাবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাবিতা রিজওয়ানা রহমান। রিটে বাদীর পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট তানভির আহমেদ। সরকারপক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ