Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুর পৌর আ.লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়লকে আহবায়ক করে পৌর আ.লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার সকালে বাংলাদেশ আ.লীগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি এস এম রুহুল আমীন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী ৯০ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন পূর্বক পৌর আ.লীগের কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে উক্ত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আলহাজ্জ মনিরুজ্জামান শাহিন, শাহারিয়ার রায়হান সান্টু ও আবুল কালাম আজাদকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, সাবেক উপজেলা পরিষদের চেয়াম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জেলা আ.লীগের সদস্য প্রকৌশলী হাসান আলমগীর, কাউন্সিলার আব্দুস সাত্তার, কাউন্সিলার আতিয়ার রহমান খান ও কাউন্সিলার মনিরা খাতুনকে কমিটিতে সদস্য করা হয়েছে। নবগঠিত আহবায়ক কমিটির পক্ষে পৌর মেয়রের নেতৃত্বে বিকেল সাড়ে ৫টায় শহরে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। পরক্ষনে নবগঠিত কমিটি প্রত্যক্ষান করে এমপি সমর্থক পেনেল মেয়র শহিদুজ্জাম বিশ্বাসের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মিরা শহরে বিক্ষোভ মিছিল বের করলে শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটলেও শহরে উত্তেজনা বিরাজ করছে। দলীয় কার্যালয় এমপি সমর্থকদের দখলে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ