Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পাঁচবিবিতে নিবন্ধিত কৃষি সমবায় সমিতির মধ্যে সনদ বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে নিবন্ধনকৃত কৃষি সমবায় সমিতির মাঝে গত শনিবার বিকেলে সনদপত্র বিতরণ করা হয়।

ন্যাশনাল এগ্রিকালচার টেকনেলোজি প্রোগ্রাম ফেজ-২ প্রোজেক্ট (এনএটিপি-২) প্রকল্পে অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাগণের সাথে উপজেলার কৃষি অফিস হলরুমে মতবিনিময় সভা ও সিআইজি নিবন্ধনপত্র সনদ বিতরণ করা হয়। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক সুধেন্দ্র চন্দ্র রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার খামার বাড়ির (এনএটিপি-২) সিআইইইউ-ডিএই প্রকল্পের পরিচালক ড. রতন চন্দ্র দে। বক্তব্য রাখেন বগুড়া জেলার কৃষি অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা শামছুল ওয়াদুদ, জয়পুরহাট জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপ-পরিচালক শস্য আখতারুজ্জামান ও অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ আব্দুল্লা আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ