রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অপহরণসাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবন মামুন্দ নদীর ছোট বৈকারি এলাকা থেকে গত বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে তিনটি নৌকাসহ সাত জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।
অপহৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পারশেখালী গ্রামের নওশের আলীর ছেলে মোবারক আলী, ধনাগাজীর ছেলে আব্দুল আলিম, বড় ভেটখালী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আলম, আজগার আলীর ছেলে আলম, আক্তারের ছেলে নূর ইসলাম, নূর ইসলামের ছেলে কামরুল ইসলাম ও মীরগাং গ্রামের জব্বার গাজীর ছেলে ইউনুস আলী।
সুন্দরবনের জনাব বাহিনীর হাত থেকে ফিরে আসা জেলে পাশেখালী গ্রামের আলিম গতকাল শুক্রবার জানান, দস্যু বাহিনীগুলো মোবাইলে জেলেদের বাড়িতে যোগাযোগ এবং বিকাশের একাউন্টের মাধ্যমে মুক্তিপণের টাকা সংগ্রহ করে থাকে।
অপহরণের বিষয়ে শ্যামনগর উপজেলার কৈখালী কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুল হান্নান বলেন, গত বুধবার মধ্যরাতে জেলে অপহরণের বিষয়টি শুনেছি। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।