বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর রাস্তা সংলগ্ন ভবনগুলোর রাজউক অনুমোদিত কারপার্কিংয়ের স্থানে অবস্থিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ প্রদানের পরবর্তী ৬ মাসের মধ্যে এ নির্দেশ কার্যকর করতে হবে। রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে গতকাল বুূধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী ‘হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ’র আইনজীবী মনজিল মোরসেদ আদেশ সম্পর্কে বলেন, রাজধানীর যানজটের অন্যতম কারণ হচ্ছে রাস্তা সংলগ্ন ভবনগুলো। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্ল্যান পাসের সময় এসব ভবনে কার পার্কিংয়ের স্থান নির্ধারণ করে দেয়। অথচ অধিকাংশ ভবন মালিক কার পার্কিংয়ের জায়গায় দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেন। এতে ওই ভবনের গাড়িগুলোকে রাস্তায় পার্ক করতে হচ্ছে। এতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পথচারির চলাচলও বিঘিœত হয়। জনদুর্ভোগের কথা ভেবে ২০১৫ সালে এ রিট করা হয়। আজ (গতকাল বুধবার) রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করেন।
আদেশ অনুযায়ী ভবনের ভেতর পার্কিং স্পেসে স্থাপিত স্থাপনা অপসারণ করতে রাজউককে বিজ্ঞপ্তি দিতে হবে। ৩০ দিনের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে রাজউক স্বয়ং উদ্যোগী হয়ে ওই স্থাপনা ভাঙবে। ভাঙার খরচ দেবেন ভবন মালিক নিজেই। সেইসঙ্গে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদেশ বাস্তবায়ন হলো কি না এ বিষয়ে ৩ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।