Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউতে ডাক্তার নিয়োগ হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:৩২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২শ’ মেডিকেল অফিসার নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থিতি আদেশ (স্ট্যাটাসকো) স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চেম্বার জাস্টিস মো.নূরুজ্জামান এ আদেশ দেন। তবে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। আগামি ১৫ জুলাই নিয়মিত বেঞ্চে এটির শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে ২ জুলাই হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিএসএমএমইউ’র তে ২শ’ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া স্থগিত করেছিলেন। সেই সঙ্গে চিকিৎসক নিয়োগের লিখিত পরীক্ষার ফল কেন বাতিল করা হবে না-এই মর্মে রুল নিশিও জারি করা হয়। আদালতে বিএসএমএমইউর পক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানজীব-উল আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খান মো. শামীম আজিজ। তার সঙ্গে ছিলেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব। আদালত থেকে বেরিয়ে ব্যারিস্টার তানজীব উল আলম বলেন, চেম্বার কোর্টের স্থগিতাদেশের ফলে চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা রইল না।

উল্লেখ্য, লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ আবদুর রহিম ও জসিম উদ্দিনসহ ৭১ জন গত ১৯ মে হাইকোর্টে আলাদা দুটি রিট করেন। রিটে চিকিৎসক নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল চাওয়া হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ