Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও মান নিয়ন্ত্রণ ছাড়া ওষুধ উৎপাদন

মডার্ন হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

মান নিয়ন্ত্রণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে মডার্ন হারবাল গ্রুপকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় মডার্ন হারবালের কারখানার র‌্যাব এ অভিযান চালায়। এ সময় অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠানের প্রায় ৪০০টি পণ্য বাজারে রয়েছে। এসব পণ্য উৎপাদনে ব্যবহৃত কোন রাসায়নিকের মেয়াদ নেই। এছাড়া কোম্পানির মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে (কোয়ালিটি কন্ট্রোল ল্যাব) দেখা গেছে আরও ভয়াবহ চিত্র। ল্যাবে সাত, আট ও নয় বছর আগে মেয়াদ শেষ হয়েছে এমন রাসায়নিকও রয়েছে। এমনকি কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি যেসব পণ্য উৎপাদন করেছে, তার কোনোটারই ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড (বিএমআর) নেই। এছাড়া একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে, সেটার গুণগত মান যাচাই করা থেকে শুরু করে কারা এসব পণ্য তৈরি করেছেন এসব তথ্য বিএমআরের মধ্যে থাকার কথা থাকলেও পাওয়া যায়নি।

একই ল্যাবে খাবারের মান নিয়ন্ত্রণ ও জীবন রক্ষাকারী ওষুধের মান নিয়ন্ত্রণ যাচাইয়ের কোনো সুযোগ নেই।
অথচ প্রতিষ্ঠানটি একই ল্যাবে এমনটাই করে আসছে। অভিযান শুরুর পর ঘটনাস্থলে উপস্থিত প্রতিষ্ঠানটির উপদেষ্টা তারিক বিন হোসেন সাংবাদিকদের বলেন, আমরা সবকিছুরই মান নিয়ন্ত্রণ করেছি। তবে কেন যেন মনে হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে। কারা ষড়যন্ত্র করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাইরের কেউ করছেন। তবে বিএমআর না দেখাতে পারার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ