Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রশংসাধন্য ‘আর্টিকল ফিফটিন’ গড় দর্শক টেনেছে

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

গত শুক্রবার বলিউডের ‘আর্টিকল ফিফটিন’, ‘হামে তুমসে পেয়ার কিতনে’ এবং ‘নোবলমেন’ ফিল্ম তিনটি মুক্তি পাবার কথা ছিল। শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে ‘আর্টিকল ফিফটিন’ এবং ‘নোবলমেন’। এর মধ্যে প্রথমটি বেশ আলোচনায় এসেছিল তবে আয় করছে গড়। ক্রাইম থ্রিলার ‘আর্টিকেল ফিফটিন’ পরিচালনা করেছেন অনুভব সিনহা; ফিল্মটিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, ইশা তালভার, মনোজ পাহভা, সায়ানি গুপ্ত, কুমুদ মিশ্র, মোহাম্মাদ জিশান আইয়ুব এবং নাসার। ভারতের প্রত্যন্ত অঞ্চলে বর্ণবৈষম্য এবং এর কারণে হত্যা নিয়ে নির্মিত ফিল্মটি শুক্রবার আয় করেছে ৫.০২ কোটি রুপি। পরের দুদিনের যথাক্রমে ৭.২৫ কোটি রুপি এবং ৭.৭৭ কোটি রুপি আয়ে ফিল্মটি সপ্তাহান্তে আয় করেছে ২০.০৪ কোটি রুপি। সোমবারের আয় ৩.৯৭ কোটি রুপি। চলচ্চিত্রটি ব্যাপক প্রশংসা পেয়েছে । পাঁচে চার তারকা পেয়েছি ‘আর্টিকল ফিফটিন’। শেক্সপিয়ারের ‘দ্য মার্চেন্ট অফ ভেনিস’-এর ছায়া অবলম্বনে নির্মিত সাইকোলজিকাল থ্রিলার ‘নোবলমেন’ পরিচালনা করেছেন বন্দনা কাটারিয়া; ফিল্মটিতে অভিনয় করেছেন কুণাল কাপুর, মাস্টার আলি হাজি, মোহাম্মদ আলি মির, মুশকান জাফেরি, শান গ্রোভার এবং সোনি রাজদান। গড়ের চেয়ে ভাল মত পেয়েছে ফিল্মটি। আয় সপ্তাহান্ত পর্যন্ত ১ কোটি রুপির কম। ‘ভারত’-এর আয় পড়ে এসে ২১১ কোটি রুপিতে পৌঁছেছে অন্য দিকে ‘কবির সিং’-এর আয় দিকে গড়ে ১০ কোটি রুপির কমবেশি, সর্বমোট আয় ১৭৫ কোটি রুপি; চলতি সপ্তাহে আয় ২০০ কোটির রুপিতে পৌঁছতে পারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ