Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মালাল’ মুক্তি পাচ্ছে কাল

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

আগামীকাল বলিউডের ‘মালাল’, ‘ওয়ান ডে : জাস্টিস ডেলিভার্ড’ এবং ‘হামে তুমসে পেয়ার কিতনে’ ফিল্ম তিনটি মুক্তি পাচ্ছে। রোমান্স ড্রামা ‘মালাল’ মুক্তি পাচ্ছে টি-সিরিজ এবং ভানসালি প্রডাকশন্সের ব্যানারে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সঞ্জয় লিলা ভানসালি, ভূষণ কুমার, কৃষণ কুমার এবং মহাবীর এস. জৈন। মঙ্গেশ হাড়াওয়ালের পরিচালনায় অভিনয় করেছেন মিজান জাফরি, শারমিন সেগাল, সমীর ধর্মাধিকারী এবং অঙ্কুশ বিশ্ট। সঙ্গীত পরিচালনা করেছে সঞ্জয় লিলা ভানসালি এবং শৈল হাডা। ডি নিভ ফিল্মস, এ সিনেমা ফ্রাইডে ইন্টারন্যাশনাল এবং নেট্রিক্স এন্টারটেইনমেন্টের ব্যানারে ক্রাইম ড্রামা ‘ওয়ান ডে : জাস্টিস ডেলিভার্ড’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন কেতন পাটেল এবং কমলেশ সিং কুশোয়াহা। অশোক নন্দ’র পরিচালনায় অভিনয় করেছেন অনুপম খের, এশা গুপ্ত, কুমুদ মিশ্র, জাকির হুসেন, রাজেশ শর্মা, মুরলি শর্মা, দীপশিখা, জারিনা ওয়াহাব এবং অলোক পান্ডে। সঙ্গীত পরিচালনা করেছে জয়-অঞ্জন এবং ঋষি সিং। বোরা বোরা এন্টারটেইনমেন্ট এবং বেলভি প্রডাকশন্সের ব্যানারে মুক্তি পাচ্ছে ‘হামে তুমসে পেয়ার কিতনে’। রোমান্স ড্রামটি প্রযোজনা করেছেন মহেন্দ্র বোহরা। ললিত মোহনের পরিচালনায় অভিনয় করেছেন করণবীর বোহরা, প্রিয়া ব্যানার্জি, সামীর কোচ্ছার এবং মহেশ বলরাজ। সঙ্গীত পরিচালনা করেছেন জিত গাঙ্গুলী, টোনি টাক্কার, ডিজে এমিনিস, শারিব সাবরি, তোশি সাবরি এবং রাজ আশু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ