Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল্যবৃদ্ধি জনগণ মানবে না জাতীয় পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরীক জাতীয় পার্টি (জাফর) নেতারা। তারা বলেছেন, একদিকে দেশের শিল্প-কলকারখানা ধ্বংস করছে; অন্যদিকে সাধারন মানুষের গলা কেটে এলপি গ্যাস আমদানীকারক কতিপয় ব্যবসায়ীর স্বার্থে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্ত চরম গণবিরোধী যা কিছুতেই জনগণ মেনে নিতে পারে না। গতকাল সোমবার জাতীয় পার্টির এক সভায় এই অভিমত প্রকাশ করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী জননেতা মরহুম কাজী জাফর আহমদের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

সভায় জননেতা মরহুম কাজী জাফর আহমদ, মরহুম ডক্টর টি. আই. এম. ফজলে রাব্বি চৌধূরী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ডক্টর সৈয়দ শফিউল্লাহ, খালেকুজ্জমান চৌধুরী’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া-খায়ের করা হয়। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা শাখাওয়াত হোসাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ