Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহবাগ থানা থেকে পিস্তল ও গুলি চুরি

পরিচয় সনাক্তে ছবি প্রকাশ সন্দেহভাজনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

রাজধানীর শাহবাগ থানা থেকে ৫ মে এএসআই হিমাংশু কুমার সাহার পিস্তল ও গুলি চুরি হলেও এতদিনেও তা উদ্ধার করা সম্ভব হয়নি। এমনকি সন্দেহভাজন চোরকেও আটক করতে পারেনি পুলিশ। তবে ডিএমপির পক্ষ থেকে চুরির ঘটনায় সন্দেহভাজন এক যুবকের ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য প্রদানে সহযোগিতা চাওয়া হয়েছে।

ডিএমপি নিউজে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ৫ মে শাহবাগ থানার পুলিশ ব্যারাকের ২য় তলার বিশ্রাম কক্ষে নিজ বেল্টের সাথে পিস্তল ও গুলি রেখে তৃতীয় তলার টয়লেটে যায় এএসআই হিমাংশু কুমার। ৫ মিনিট পরে তিনি কক্ষে ফিরে এসে বেল্ট পেলেও পিস্তল ও গুলি পাননি। পরে বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়ে সন্দেহভাজন এক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একই থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকালে ঘটনাস্থলের আশাপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে সাদা কালো রংয়ের চেক শার্ট ও ফুল প্যান্ট পড়া অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ছবি প্রকাশ করা হয়। ওই সন্দেহভাজনের পিঠে একটি কালো রংয়ের ব্যাগ ছিল। এ ব্যক্তির কোন পরিচয় কিংবা তথ্য পেলে শাহবাগ থানার ওসির মোবাইল নাম্বারে (০১৭১৩৩৭৩১২৭) যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ