বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটির প্রথম জাতীয় সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান। সকালে সম্মেলন উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
গতকাল মঙ্গলবার সকালে ঢাবি দর্শন বিভাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সোসাইটির সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ও ঢাবি দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর সাজাহান মিয়া, প্রচার কমিটির সদস্য প্রফেসর আজিজুন্নাহার ইসলাম, প্রফেসর ড. হারুন রশিদ, সহকারি প্রফেসর মিসেস মন্দিরা চৌধুরী, রিফাত-ই রুবাইয়া এবং বিভাগের প্রাক্তণ শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী মুসতাক আহমদ।
আসন্ন সম্মেলনটি দু পর্বে সাজানো হয়েছে। সকাল সাড়ে ৮টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে উদ্বোধনী পর্ব ও সম্মেলন শুরু হবে। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তৃতা করবেন ঢাবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন সোসাইটির সভাপতি ও ঢাবি দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া।
দ্বিতীয় পর্বটি রাখা হয়েছে প্রবন্ধ উপস্থাপন পর্ব হিসেবে। এই পর্বে তিনটি পৃথক অধিবেশনে বাংলাদেশ দর্শন, প্রায়োগিক দর্শন এবং অন্যান্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন দেশের বরেণ্য; দার্শনিক, একাডেমিশিয়ান ও গবেষকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।