Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ভোট ডাকাতির ফলাফল ইসলামী আন্দোলনের প্রত্যাখান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশনের ইসলামী আন্দোলনের নামে ভোট দেখানো চরম খামখেয়ালীপনার শামিল। তিনি বলেন, বিগত সংসদ নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারলে ইসলামী আন্দোলনের বাক্সে ভোট পড়তো ১ কোটিরও ওপরে। এ ফলাফল প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবী করছি। কাজেই ১২,৫৫,৩৭৩ ভোট ইসলামী আন্দোলনের ভোট নয়, এটা ইসি ও সরকার দলের যোগসাজসে সাজানো ফলাফল। তিনি বলেন, মারাত্মক ভোট ডাকাতির জবাব এদেশের দেশপ্রেমিক জনগণ একদিন দিবেই। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের দিন ভোট ডাকাতির মহোৎসব চলছিল। যার কারণে আমরা ভোটের দিনই ভোট বর্জন করেছিলাম এবং ভোটের ফলাফল প্রত্যাখান করে নির্বাচনের পরেরদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছিল।
ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
এডভোকেট শেখ আতিয়ার রহমানকে সভাপতি, এডভোকটে আব্দুল বাসেতকে সিনিয়র সহ-সভাপতি, এডভোকেট আব্দুল মতিনকে সহ-সভাপতি, এডভোকেট শওকত আলী হাওলাদারকে সেক্রেটারী জেনারেল ও এডভোকেট মোহাম্মদ হানিফকে সাংগঠনিক সম্পাদক করে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটি পুর্নগঠন করা হয়েছে। পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আইনজীবী পরিষদের কনভেনশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এ কমিটি ঘোষণা দেন। কনভেনশনে সারাদেশ থেকে শতাধিক আইনজীবী অংশ নেন।
বিক্ষোভ সমাবেশ
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ জুলাই শুক্রবার বাদ জুম‘আ বায়তুল মুর্কারম দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ