Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিজিএমইএ’র শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে সড়ক ছাড়লেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

রাজধানীর তুরাগে আট দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে প্রায় পাঁচ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছেন।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলোজির চেয়ারম্যান আতিকুর রহমান সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেন। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যায়।
এর আগে গতকাল সকাল থেকে আট দফা দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড ও আব্দুলাহপুর-মিরপুর সড়কের তুরাগের বেড়িবাঁধ মোড় অবরোধ করে রাখেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। এতে বেড়িবাঁধের দুইপাশে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার করে যানজট তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
শিক্ষার্থীদের মুখপাত্র সোহেল রানা বলেন, আমরা বিজেএমইএ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করেছি। চেয়ারম্যান আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। আমরা তাদেরকে তিনদিন সময় বেঁধে দিয়েছি। এরমধ্যে তারা দাবি না মানলে আমরা আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবো।
তুরাগ থানার ওসি নুরুল মুক্তাকিম বলেন, বিজেএমইএ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এসেছেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি মেনে নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ