Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ

আরো ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

নগরীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে একজন ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর কোতোয়ালী খানার মহল মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হলো।
গ্রেফতার চার জন হলেন মো. মঈন উদ্দিন ওরফে হানিফ (৩৮), মো. ইউসুফ খান (৩৯), মোর্শেদ আকবর (৪২), আব্দুল করিম ওরফে মারুফ (২০)। তারা লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী। হানিফ মাসুমের অন্যতম সহযোগী ও ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যাকান্ডের অন্যতম সন্দেহভাজন।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াস খান বলেন, এ চারজন শনিবার লালখান বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় জড়িত বলে আমাদের কাছে তথ্য আছে।
মাসুমের হয়ে লালখান বাজার এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও মারামারির নেতৃত্বে সবসময় উঠে আসে হানিফের নাম। সে লালখান বাজার এলাকার ত্রাস হিসেবে পরিচিত। ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় জড়িতরাও ছিলেন মাসুমের অনুসারী। সুদীপ্তর পক্ষের লোকজন হত্যাকান্ডের পর থেকে অন্যতম আসামি আইনুল কাদের নিপুর পাশাপাশি হানিফের বিরুদ্ধেও অভিযোগ করে আসছেন। শনিবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে কয়েক জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। এই ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ