Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বামদের হরতালে মাঠে থাকবো - জাতীয় প্রেসক্লাবের মান্না

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম


গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাইয়ে বাম দলগুলোর ডাকা হরতালে সমর্থন ও সক্রিয়ভাবে রাজপথে নামতে আহŸান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে ওইদিন হরতালে নিজেও সক্রিয়ভাবে মাঠে থাকার ঘোষণা দেন। তিনি বলেন, জাতীয় ঐক্যফন্ট ও তার শরিক দলগুলো গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করেছে। আমি তাদের কাছে উদাত্ত আহŸান জানাচ্ছি জনগণের ওপর সরকার যেভাবে নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে ঘরের মধ্যে নয়, আসুন আমরা রাজপথে নামি।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের আয়োজনে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর বিরুদ্ধে এই মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের আন্দোলন শুরু করলাম। আমাদের সহযোগী রাজনৈতিক বাম দলের বন্ধুরা এই অন্যায়ের প্রতিবাদে হরতাল ডেকেছেন। আমরা তাদের এই হরতালকে সমর্থন করছি। এই হরতাল আহŸান যৌক্তিক। জাতীয়ভাবে সবার এই হরতালে অংশ নেয়া উচিত।

বরগুনায় রিফাত শরীফের হত্যাকারী নয়ন বন্ডকে কেন গুলি করে হত্যা করা হয়েছে প্রশ্ন করে মাহমুদুর রহমান মান্না বলেন, বরগুনায় হত্যাকারী নয়ন বন্ডকে গুলি করে হত্যা করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী বলছে নদীর মধ্যে বন্দুকযুদ্ধে মারা গেছে। আমি তিনদিন আগে পত্রিকাতে দেখেছি হিলি বর্ডার পার হওয়ার সময় সে আটক হয়েছে। জানতে চাই সত্য কী? কেন তাকে গুলি করে মারা হলো? কোন অন্যায়ক ধামাচাপা দেয়ার জন্য এত বড় বর্বর কাÐ ঘটানো হলো। তা আমরা জানতে চাই?

সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি অনুরোধ জানিয়ে নাগরিক ঐক্যের আহŸায়ক বলেন, এই জালিম সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা বামদলের হরতাল সমর্থন করছি। এটা ডান-বামের প্রশ্ন নয়। এটা গ্যাসের প্রশ্ন, জনগণের প্রশ্ন, মানুষের বাঁচার প্রশ্ন। তাই সবাই মিলে আসুন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যেও কেন্দ্রীয় কমিটির নেতা মমিনুল ইসলাম, শহিদুল্লাহ কায়সার, আতিকুর রহমান প্রমূখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মান্না


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ