Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সেলুন কর্মচারী খুন, হোটেল ম্যানেজারের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চুল কাটার খরচ নিয়ে ঝগড়ার জেরে চট্টগ্রামে এক সেলুন কর্মচারী খুন হয়েছেন। অন্যদিকে একটি রেস্তোরাঁয় ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সহকারী ম্যানেজারকে। বৃহস্পতিবার গভীর রাতে বন্দরনগরীর আলকরণ ও নিউ মার্কেট এলাকায় এ দুটি হত্যাকাণ্ড দুটি ঘটে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) শাহ আবদুর রউফ জানান। আলকরণের ঘটনায় খুন হয়েছেন ওই এলাকার জনি হেয়ার কাটিং সেলুনের কর্মচারী মো. মোমিন (২৫)। পুলিশ সেখানে একজনকে গ্রেপ্তার করেছে। আর নিউ মার্কেট মোড়ের হোটেল আল ফয়েজের সহকারী ম্যানেজার মোহাম্মদ রফিক (৫৫) খুন হয়েছেন ওই হোটেলের ভেতরে।আনোয়ার (২০) নামে আরেক কর্মচারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। কোতোয়ালি থানার এস আই সিরাজুল মোস্তফা জানান, রাত সাড়ে ১০টার দিকে জসিম নামে এক যুবক আলকরণের জনি হেয়ার কাটিং সেলুনে চুল কাটানোর পর টাকা নিয়ে মোমিমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে রাত ১২টার দিকে রাজু নামের এক বন্ধুকে নিয়ে আবার ওই সেলুনে যান জসিম। রাজু তখন মোমিনকে কান ধরে উঠবস করতে বাধ্য করেন। এক পর্যায়ে মোমিন ক্ষিপ্ত হয়ে রাজুকে ঘুষি মরেন। এর জের ধরে রাজু সেলুনের ক্ষুর নিয়ে মোমিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। মধ্যরাতের পর মোমিনকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এস আই মোস্তফা জানান। অতিরিক্ত উপ কমিশনার রউফ বলেন, পুলিশ রাতেই জসিমকে গ্রেপ্তার করেছে। তবে রাজু পলাতক। নিউ মার্কেট মোড়ের ঘটনাটি ঘটে রাত ১টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময়ে। তবে হোটেল আল ফয়েজে ঠিক কি ঘটেছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পুলিশ দিতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ