Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মির্জাপুরে অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকান্ডে চারটি দোকান ঘরের মালামাল ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গেছে বলে জানা ব্যবসায়ীরা জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত বারোটার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের হাঁটুভাঙা রোডে। বৈদ্যুতিক শক-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন।
জানা গেছে, রাত আনুমানিক বারটার দিকে হাঁটুভাঙা রোডে অবস্থিত ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন একই মার্কেটের থাকা তৈরি কাপড়, মোবাইল ফোন ও হোমিও প্যাথিকের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত সোয়া বারোটার দিকে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। বৈদ্যুতিক শক-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারনা করছেন।# মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর, ০৩-০৬-২০১৬



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ