বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় দুর্বৃত্তদের আঘাতে মাথা ফেটে যাওয়া কিশোর শাহিনের লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। তবে অক্সিজেন লাগানো আছে। সে ‘মা-মা’, ‘আল্লাহ-আল্লাহ’ বলে ডাকছে। কেউ ডাকলে সাড়া দিচ্ছে। তার অপারেশন সফল হয়েছে, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এদিকে ঢামেকে আইসিইউয়ের বাইরে শাহীনের জ্ঞান ফেরার অপেক্ষা করছেন তার মা খাদিজা, চাচা মনসুর, খালু রবিউলসহ আত্মীয়-স্বজনরা।
অন্যদিকে ‘প্রতিবাদ নয়, প্রতিকার চাই’ এ স্লোগান তুলে যশোরে শিশু শাহিনকে কুপিয়ে অটোভ্যান ছিনতাইকারিদের অবিলম্বে আটক ও বিচার দাবি জানানো হয়েছে।
গতকাল সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শাহীনকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, তার ওষুধপত্র, চিকিৎসায় যা যা প্রয়োজন হাসপাতাল থেকে সব দেয়া হচ্ছে। তার প্রতি আমাদের বিশেষ নজর আছে, প্রধানমন্ত্রীও তার খোঁজ-খবর নিচ্ছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ঢামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শুয়ে থাকা শাহীনকে ডাকলে সে সাড়া দেয়, চোখ খোলে। তবে এখনও অচেতন সে, সজ্ঞানে আসতে কিছুটা সময় লাগবে। গতকাল সকালে তার চিকিৎসায় গঠিত ৭ সদস্যদের মেডিকেল বোর্ড তাকে দেখতে আইসিইউতে যান।
মেডিকেল বোর্ডের প্রধান ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অসিত চন্দ্র সরকার বলেন, শাহিনের অবস্থা স্থিতিশীল। অবস্থার অবনতি হয়নি।
বিশেষ সংবাদদাতা, যশোর ব্যুরো জানান, সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সভাপতি শেখ সাদিয়া মৌরিন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আকরামুল ইসলাম, আল মাফি রিয়ান, এহসান মুনতাসির, আব্দুল্লাহ আরেফিন, তানিশা রহমান প্রমুখ। মানববন্ধন শেষে ছাত্র কল্যাণ ফেডারেশনের ব্যানারে শহরে মৌন মিছিল করা হয়।
এদিকে সাতক্ষীরায় কিশোর শাহীনের ওপর হামলা চালিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে শাহীনের ভ্যানটিও। গতকাল সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রেস ব্রিফিং করে এ কথা জানান। পুলিশ সুপার জানান, শাহীনের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে যশোরের কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রামের নাইমুল ইসলাম (২৪), সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আরশাদ পাড় ওরফে নুনু মিস্ত্রি (৬৫) ও সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের বাকের আলীকে (৪৫)। বৃহস্পতিবার নাইমুলসহ অজ্ঞাত আরও তিনজন গোপন সভা করেন। এরপর নাইমুলের মুঠোফোন দিয়ে ভ্যানচালক শাহিনকে ফোন করে বলে, শুক্রবার কলারোয়ায় একটা ভাড়া আছে, তুই সকালে কেশবপুর বাজারে চলে আসিস। এ সময় তারা শাহীনকে সাড়ে ৩০০ টাকা ভাড়াও দেবেন বলে জানান। সকালে তারা একসঙ্গে শাহীনের ভ্যানযোগে কেশবপুর হাসপাতালের সামনে দিয়ে সরসকাটি চৌগাছা হয়ে ধানদিয়া হামজামতলা মোড়ে ফাঁকা জায়গায় পৌঁছে ভ্যান থামাতে বলেন। এ সম্পর্কে কাউকে কিছু বললে শাহীনকে মেরে ফেলার হুমকি দেয়। শাহীন ভ্যান দিতে রাজি না হলে তারা শাহীনের মাথায় আঘাত করে তাকে পাটখেতে ফেলে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।