Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একে-২২ রাইফেলসহ ঢাকায় গ্রেফতার ২

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:১৮ এএম

রাজধানী সায়েদাবাদ এলাকা থেকে হাতবদলের সময় একটি একে-২২ রাইফেল উদ্ধার ও দুজনকে গ্রেফতার করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তারা। একই মডেলের রাইফেল তিন বছর আগে গুলশানের হলি আর্টিসানে জঙ্গিরা ব্যবহার করেছিল। গত রোববার (দিবাগত রাতে সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে একটি পরিত্যক্ত জায়গায় অস্ত্রটি হাতবদলের সময় তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন- সাঈদুল ইসলাম ও কামাল হোসেন। তাদের কাছ থেকে দুটি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) এডিসি জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানটি চালানো হয়। ঘটনাস্থলে অস্ত্রের হাতবদলের জন্য ছয়জন উপস্থিত হয়েছিল, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা অস্ত্র ব্যবসায়ী। হাতবদলের জন্য তারা এখানে এসেছিল। তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করে আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। উদ্ধার করা একে-২২ অস্ত্রটি সোভিয়েত রাশিয়ার তৈরি। এর ওজন প্রায় সাড়ে চার কেজি। বাংলাদেশে এর দাম প্রায় সাড়ে ৬ লাখ টাকা। এদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ