Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশকে গভীর সঙ্কটে ঠেলে দেবে বিবৃতিতে কাদের সিদ্দিকীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:১৮ এএম

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধি দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দেবে। তিনি প্রাকৃতিক গ্যাসের বর্ধিত ম‚ল্য প্রত্যাহারের দাবী জানিয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রাকৃতিক গ্যাসের ম‚ল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গ্যাসের এ বর্ধিত ম‚ল্য জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করবে। ফসলের ন্যায্যম‚ল্য না পাওয়া, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, যানজট ও দুর্নীতির মত নানামুখী সংকটে থাকা দেশ এবং জনগণকে এটি আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে। কোন সরকার জনগণের প্রতি এমন নির্মম হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এ সরকার যদি জনগণের প্রতি ন‚ন্যতম দায়বদ্ধ থাকত তাহলেও তারা এমন সিদ্ধান্ত নিতে পারত না। তিনি অনতিবিলম্বে গ্যাসের বর্ধিত ম‚ল্য প্রত্যাহার করার দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ