Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

মিথ্যা ঘোষণায় আমদানি
 চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, দুটি চালানের মাধ্যমে কোটি টাকার বেশি শুল্ক ও করফাঁকির চেষ্টা করা হয়। এ অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুল্ক আদায়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। নগরীর হালিশহরের নয়াবাজার পোর্ট কানেকটিং রোড এলাকার ডাবল এ ট্রেড কমিউনিকেশন চীন থেকে জিপসাম সিলিং বোর্ডের নামে মূল্যবান টাইলস আমদানি করে। এটি খালাসের দায়িত্বে ছিল একই এলাকার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আদিব ইন্টারন্যাশনালের। আমদানিকারক প্রতিষ্ঠান ৮৫ হাজার কেজি জিপসাম সিলিং বোর্ড আমদানির ঘোষণা দেয়। কিন্তু কন্টেইনার খুলে পাওয়া যায় ৬ হাজার ৮০২ বর্গমিটার পলিশড টাইলস। ঢাকার নয়া পল্টন এলাকার বিসমিল্লাহ ট্রেডিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান তুরস্ক থেকে একটি চালানে (সি-১০২০৫৬৪) আনফিনিশড প্রেয়ার সেট (জায়নামাজ) আমদানি করে। তাদের ঘোষণায় চালানে ১২ হাজার ২৪৮ বর্গমিটার জায়নামাজ আনার কথা থাকলেও আনা হয়েছে প্রায় দ্বিগুণের বেশি ২৬ হাজার ৬০০ বর্গমিটার। চালানটি খালাসের দায়িত্বে ছিল নগরীর পশ্চিম মাদারবাড়ির এসএফ ইন্টারন্যাশনাল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ