Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেপুটি স্পিকারের শোক

মুক্তিযুদ্ধের সংগঠক আকবর হোসেন সরকারের ইন্তেকাল

স্টাফ রির্পোটার, গাইবান্ধা থেকে | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীন আওয়ামী লীগ নেতা আকবর হোসেন সরকার অসুস্থজনিত কারণে গতকাল ভোর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যাসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ২টায় গাদইবান্ধা শহরের পূর্ব কোমরনই ঈদগা মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬.৩০ মিনিটে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার নিজ বাড়ি ভাষারপাড়া গ্রামের পারিবারিক বকর স্থানে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, আলহাজ ফজলে রাব্বী মিয়া এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাতকামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ