Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে মানববন্ধন

বিদ্যালয় জাতীয়করণের দাবি

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদাদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন এ কর্মসূচী পালিত হয়। ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হেলাল উদ্দিন গাজীর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মো. সেলিম খানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আ. লতিফ হাওলাদার, সাবেক পত্তাশী ইউপি চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, প্রেসক্লাব সভাপতি আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী বাজার কমিমিটির সভাপতি মাস্টার আ. ছত্তার হাওলাদার, সাংবাদিক আলমগীর কবির মান্ন, সহকারি শিক্ষক মো. আরিফুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মো. শাহীন হাওলাদার প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করেন। বক্তারা বলেন, এই বিদ্যালয়টি এ উপজেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। প্রতিবছর বিদ্যালয়টি থেকে জেএসসি ও এসএসসিতে ভাল ফলাফল করে আসছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা ও সাংস্কৃতিতে জেলার শ্রেষ্ট বিদ্যা পিঠ হিসাবে সুনামের সাথে এর কার্যক্রম চলে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৬ শত শিক্ষার্থী অধ্যয়নরত আছে। তাই প্রধানমন্ত্রীর কাছে বিদ্যালয়টি জাতীয় করণের দাবি জানান। শিক্ষার মান্নোয়নে বিদ্যালয়টি জাতীয়করণ সময়ের দাবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ