Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় গরু চুরির ঘটনায় নৈশপ্রহরীর আদালতে জবান্দবন্দি

বাকি টাকা আদায়ে গরু চুরি

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

পটিয়ায় চাঞ্চল্যকর গরু চুরির ঘটনায় আটক নৈশপ্রহরি মোহাম্মদ ইসহাক (৪৫) আদালতে জবানবন্দি দিয়েছে। পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক সে জবানবন্দি দেন। গতকাল সোমবার পটিয়া থানার এস.আই. ও গরু চুরি মামলার তদন্তকারী কর্মকর্তা আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পটিয়া উপজেলার জিরি ইউনিয়নস্থ আল ওয়ালী এগ্রো খামারের একটি খামার থেকে গত ৭ জুন প্রায় ১২ লক্ষ টাকা দামের ৬টি গরু চুরির ঘটনা ঘটে। ওই খামারে নৈশ প্রহরি হিসেবে চাকরী করতেন মোহাম্মদ ইসহাক। সে আনোয়ারা উপজেলার খোর্দ্দ গহিরা গ্রামের মৃত আবদুল মালেকের পুত্র। ঘটনার পর চুরির সাথে জড়িত সন্দেহে পুলিশ তাকে আটক করেছিল।

সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকার মো. মাহবুবুল আলমের পুত্র আহমদুল হক আনোয়ারসহ ৬ বন্ধু মিলে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে আল ওয়ালী এগ্রো খামার নামে একটি গরুর খামার প্রতিষ্ঠা করেন। খামারীরা গত ২৫ মে আনোয়ারা উপজেলার এক গরু ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন দামের ১৪টি গরু ১৬ লক্ষ ৬০ হাজার টাকায় ক্রয় করেন। এতে ৩০ মে’র মধ্যে ১০ লক্ষ ৫ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৬ লক্ষ ৫৫ হাজার টাকা ঈদের পরে দেওয়ার কথা ছিল। কিন্তু ঈদের আগে টাকা চেয়ে না পেয়ে ঈদের পর দিন গভীর রাতে আবদুল রাজ্জাকের ছেলে তৌহিদ নৈশ প্রহরির সহযোগিতায় ৬টি গরু নিয়ে যায়। পরে এ ঘটনায় নৈশ প্রহরির স্বীকারোক্তি মতে পুলিশ তৌহিদকে গ্রেফতার করেন।

পটিয়া থানার এসআই আকতার হোসেন জানান, গরু বিক্রয়ের বাকি টাকা কথামত না পেয়ে বিক্রেতা এ ঘটনা ঘটিয়েছে। যাহা নৈশ প্রহরি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ