বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় সকল উদ্যোগ নিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এ বিষয়ে জেলার এসপিসহ সকল রেঞ্জ ডিআইজিগণকে ঢাকায় ডেকে নির্দেশনা দেয়া হয়েছে। নিয়োগে যে কোনো প্রকার দুর্নীতিরোধে জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। গতকাল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে, প্রতারক ও দালাল চক্রের অপতৎপরতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন থাকাসহ কোন প্রকার আর্থিক লেনদেন ও অবৈধ পন্থা অবলম্বন থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। এছাড়া কারো বিরুদ্ধে আর্থিক লেনদেন বা অবৈধ পন্থা অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সহযোগিতা দিতে পুলিশ হেডকোয়ার্টার্স হতে পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল প্রতিটি জেলায় পাঠানো হয়েছে। প্রতি জেলায় নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ সংক্রান্তে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের একটি ইনটেলিজেন্স টিম কাজ করছে। এ দুটি দলের পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর মধ্যেও বিচ্ছিন্ন কয়েকটি অনিয়মের অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। অভিযোগ ওঠা কয়েকজন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করে দুর্গম পাহাড়ি এলাকায় বদলি করা হয়েছে। চলতি কনস্টেবল পদে নিয়োগে জেলার যে কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।