বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর গ্রীনরোডে একটি অফিসে ডেকোরেশনের কাজ করার সময় বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে গেলে ৪জন শ্রমিক দগ্ধ হন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনার পর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. ফয়েজ (২৩), রাসেল (৩০), লতিফ (২০) ও সুজন (১৯)।
হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে ফয়েজের ৪০ শতাংশ, রাসেলের ৬২ শতাংশ, সুজনের ১৮ শতাংশ এবং রকিবের ৩৭ শতাংশ পুড়ে গেছে। তারা কেউই শঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসক। দগ্ধ রাসেল জানান, তারা গ্রীনরোডের চর্তুুথ তলায় আরটেক্স ডেকোরেশন কোম্পানিতে কাজ করেন। ওই ভবনেরই নিচ তলায় ডেকোরেশনের কাজ করছিল তারা। সকালে কাজ করার সময় হঠাৎ ভিতরে বিস্ফোরণে ঘটে। এতে তারা ৪ জনই দগ্ধ হন। তবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণে নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, তারা চারজনই বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের শরীরের অনেকাংশ দগ্ধ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।