বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশ থেকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নির্মূল করে শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়েছেন প্রবীণ আলেমেদ্বীন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী। গতকাল (রোববার) এক বিবৃতিতে আল্লামা নঈমী এ ব্যাপারে আলেম-ওলামাদের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা ইসলামের নামে নিরপরাধ মানুষ খুন করে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। ইসলাম শান্তির ধর্ম। সমাজে সকল শ্রেণির মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠার জন্যই ইসলামের আগমন। আল্লামা নঈমী বলেন, সকল ধরনের মাদকদ্রব্যকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। তরুণ প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হবে। তিনি আগামী ৬ জুলাই শনিবার বিকাল ৩টায় রাজধানীতে বিএমএ অডিটোরিয়ামে ওলামা মাশায়েখ ও বুদ্ধিজীবী কনভেশনে যোগদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।